Vidyasaarathi Scholarship: কিভাবে আবেদন করবেন? সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া জানুন

বিদ্যাসারথী স্কলারশিপ: অনলাইনে আবেদন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ নতি (Vidyasaarathi Scholarship Portal, Vidyasaarathi Scholarship apply online, Vidyasaarathi Scholarship form fillup, Documents)

আপনি কি বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করতে চান?

স্কলারশিপ পাওয়ার জন্য স্কলারশিপে আবেদন করা সর্ব প্রথম এবং সর্ব গুরুত্বপূর্ণ ধাপ। আবেদনের সময় কোনোও ভুলভ্রান্তি হলে স্কলারশিপ হাতছাড়া হতে পারে। তাছাড়া, অনেক ক্ষেত্রে স্কলারশিপে ভুল হলে পরে সংশোধন করা যায় না। ফলে, স্কলারশিপে আবেদনের সময় সঠিক তথ্য দাওয়া অতি আবশ্যক। তাই, এই নিবন্ধতে আমরা দেখাবো, কিভাবে আপনি বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টালে আবেদন করবেন। চলুন শুরু করা যাক।

How to Apply Vidyasaarathi Scholarship
Vidyasaarathi Scholarship: How to Apply

পড়ুয়াদের মাঝে বৃতি পৌঁছে দাওয়া জন্য বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টাল একটি অন্যতম মাধ্যম। যার মাধ্যমে, শিক্ষার্থীদের বিভিন্ন স্কলারশিপ বিতরণ করা থেকে শুরু করে, স্কলারশিপে আবেদন প্রক্রিয়াকরণ, অনুমোদন সহ ব্যাংকে টাকা পাওয়া প্রযন্ত সমস্ত প্রক্রিয়া একই মঞ্চে হয়।

তাই, বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টালের মাধ্যমে কোনোও স্কলারশিপে আবেদন করলে, সর্বপ্রথম পোর্টালে পড়ুয়ার নথিভূক্ত করতে হয়। এই স্কলারশিপ পোর্টালের একটা ভালো দিক হচ্ছে, একবার মৌলিক তথ্য দিয়ে নথিভুক্ত করলে, ভিন্ন স্কলারশিপে আবেদন করলে, একই তথ্য বার বার দিতে হয় না। তাই জন্য, এই নিবন্ধের মাধ্যমে, পোর্টালে নথিভুক্ত করার সম্পূর্ণ প্রক্রিয়া বিস্তারিত ভাবে আমরা আপনাদের ব্যাখ্যা করব।

বিদ্যাসারথী স্কলারশিপ আবেদন প্রক্রিয়া | Vidyasaarathi Scholarship Application Process

প্রয়োজনীয় নথি | Required Documents

  • মাধ্যমিকের মার্কশিট
  • উচ্চমাধ্যমিকের মার্কশিট
  • পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড ইত্যাদি)
  • ঠিকানার নথি (রেশন কার্ড)
  • অ্যাডমিশন লেটার/বিনাফাইড সার্টিফিকেট
  • ইনকাম সার্টিফিকেট

বিদ্যাসারথী স্কলারশিপে নিজেকে নথিভুক্ত করুন

Vidyasaarathi Scholarship Portal
Vidyasaarathi Scholarship Portal
  • প্রথমে ইন্টারনেটে www.vidyasaarathi.co.in সার্চ করুন।
  • তারপর, উপরে বাম দিকে SIGN UP তে ক্লিক করুন। (উপরে তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে)
Vidyasaarathi Scholarship Signup
Vidyasaarathi Scholarship Signup
  • এরপর, একটা নতুন ফর্ম আসবে। তাতে আপনার নাম, ইমেল আইডি, ফোন নম্বর ও রি-ক্যাপচা দিয়ে পূরণ করুন, এবং SUBMIT তে ক্লিক করুন।
  • তারপর, ওটিপি এর মাধ্যমে আপনার ফোন নম্বর আর ইমেইল আইডি ভেরিফাই করুন।

স্কলারশিপ পোর্টালে আপনার তথ্য প্রদান করুন

স্কলারশিপ পোর্টালে নথিভুক্ত করার পর Profile অংশে যান। এবং নিচে দাওয়া নির্দেশ গুলি অনুসরন করুন।

Student’s Details (শিক্ষার্থীর বিবরণ)

Personal Details (ব্যাক্তিগত বিবরণ)
Vidyasaarathi Scholarship filling personal information
Vidyasaarathi Scholarship filling personal information
  • প্রথমে, ডানদিকে Photo is required এর উপর ক্লিক করে আপনার পাসপোর্ট ফটো আপলোড করুন।
  • তার নিচে, আপনার নাম দেখাবে। এবং আপনার নামের নিচে Date of Birth সিলেক্ট করুন।
Vidyasaarathi Scholarship filling Application Form
  • এরপর, নিচে স্ক্রোল করুন এবং যথাযথ স্থানে আপনার লিঙ্গ, জাত ও বৈবাহিক অবস্থাঃ সিলেক্ট করুন।
Vidyasaarathi Scholarship income certificate upload
  • পরবর্তীতে, আপনার ইমেইল আইডি এবং ফোন নম্বর দেখাবে। তার নিচে, আপনার পরিচয় পত্র আপলোড করুন। (আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)
  • এরপর, Annual Family Income From All Sources এর জায়গায় আপনার পারিবারিক বার্ষিক আয় লিখুন।
  • এবং তার নিচে ইনকাম সার্টিফিকেট আপলোড করুন।
Communication Address (যোগাযোগের ঠিকানা)
Vidyasaarathi Scholarship filling communication
  • স্কলারশিপ পোর্টালে ব্যাক্তিগত তথ্য দাওয়া পর, নিচে স্ক্রোল করে Communication Address অংশে যান।
  • তারপর, Address এর জায়গায় আপনার ঠিকানা দিন।
  • এরপর, আপনার ঠিকানার পিন নম্বর দিন।
Vidyasaarathi Scholarship uploading address related document
  • পরবর্তীতে, নিজে থেকে বাকি তথ্য পূরণ হয়ে যাবে।
  • তাই, সরাসরি নিচে আপনার ঠিকানা পত্র আপলোড করুন।
Bank Details (ব্যাংকের তথ্য)
Vidyasaarathi Scholarship application bank details
  • স্কলারশিপ পোর্টালে ঠিকানার অংশ পূরণ করার পর, নিচে স্ক্রোল করে ব্যাংকের তথ্য অংশে যান।
  • তারপর, Saving Bank Account Number এর জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিন।
  • এরপর, Re-enter Account Number তে পুনরায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর লিখুন।
  • তার নিচে, আপনার ব্যাংকের আইএফএসসি কোড দিন।
Vidyasaarathi Scholarship upload Bank statement
  • আইএফএসসি কোড দেওয়ার পর ব্যাংকের বাকি তথ্য নিজে থেকে পূরণ হয়ে যাবে।
  • আপনি সরাসরি নিচে “Your name as per bank passbook” তে আপনার নাম লিখুন।
  • তারপর নিচে, আপনার ব্যাংকের বই আপলোড করুন।

Current Academic Details ( বর্তমান পড়াশোনার তথ্য)

Vidyasaarathi Scholarship academic information
  • উপরের সমস্ত তথ্য দেওয়ার পর ড্রপ ডাউন তে ক্লিক করে “Current Academic Details” অংশে যান।
  • আপনি যদি কোনো ক্লাসে বা কোনো সেমিস্টারে ভর্তি হয়ে থাকেন, তাহলে ডানদিকে “Yes” তে ক্লিক করুন।
  • তারপর, “Course Level” তে ক্লিক করে আপনার কোর্স সিলেক্ট করুন।
  • এরপর, “Course Name” এর জায়গায় আপনার ক্লাসের নাম লিখুন।
  • তারপর, Name of Institute তে আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন, সেটা সিলেক্ট করুন।
  • তার নিচে, “Total Current Fees” তে আপনার পড়াশোনার খরচ লিখুন।
Vidyasaarathi Scholarship admission receipt upload
  • এবং নিচে আপনার ভর্তির রশিদ/(অ্যাডমিশন ফি রিসিপ্ট) আপলোড করুন।
  • তারপর, আপনি যদি আগে থেকে কোনো স্কলারশিপ পান, তাহলে Yes করে, তার নাম এবং বৃতির পরিমাণ লিখুন।
  • না হলে, No করুন।

Education Details (শিক্ষার বিবরণ)

Class 10 (দশম শ্রেণী)
Vidyasaarathi Scholarship class 10 details
  • আপনি যদি গ্র্যাজুয়েশন বা তার থেকে উচ্চ কোর্সে পড়াশোনা করেন, তাহলে বর্তমান পড়াশোনার তথ্য দাওয়ার পর Education Details অংশে যান।
  • এরপর, আপনি যেই বিদ্যালয় থেকে মাধ্যমিক দিয়েছিলেন, তার নাম লিখুন।
  • তার নিচে, আপনি যেই রাজ্য থেকে মাধ্যমিক দিয়েছিলেন, তার নাম সিলেক্ট করুন।
  • তার নিচে, আপনার মাধ্যমিকের সাল ও মাস সিলেক্ট করুন।
Vidyasaarathi Scholarship upload class 10 marksheet
  • এরপর, আপনার মাধ্যমিক ফলাফল যদি শতাংশে বা সিজিপিএ হয়, সেই মত সিলেক্ট করুন।
  • এবং আপনার মাধ্যমিকের ফলাফল লিখুন।
  • তারপর, আপনার মাধ্যমিকের মার্কশিট আপলোড করুন।
Class 12 (দ্বাদশ শ্রেণী)
vidyasaarathi scholarship class 12 result fillup
  • দশম শ্রেণীর ফলাফল দাওয়ার পর, একইভাবে দ্বাদশ শ্রেণীর তথ্য দিন।
  • প্রথমে, যেই বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক দিয়েছিলেন, তার নাম লিখুন।
  • তারপর, আপনি যেই রাজ্য থেকে উচ্চমাধ্যমিক দিয়েছিলেন, তার নাম নিচে সিলেক্ট করুন।
  • এবং, আপনি যেই সালে ও মাসে উচ্চমাধ্যমিক দিয়েছিলেন, সেটা সিলেক্ট করুন।
vidyasaarathi scholarship class 12 result upload
  • এরপর, আপনার উচ্চমাধ্যমিক ফলাফল যদি শতাংশে বা সিজিপিএ হয়, সেই মত সিলেক্ট করুন।
  • তার নিচে, আপনার উচ্চমাধ্যমিকের ফলাফল, পূর্ণমান ও শতাংশে ফলাফল লিখুন।
  • এবং আপনার উচ্চমাধ্যমিকের মার্কশিট আপলোড করুন।
Diploma (ডিপ্লোমা)
Vidyasaarathi Scholarship Diploma result details
  • আপনি যদি মাধ্যমিকের পর ডিপ্লোমা কোর্সে পড়াশোনা করেন, তাহলেই এই ফর্মটি পূরণ করুন। নাহলে, ফাঁকা রাখুন।
  • প্রথমে, যেই প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা করেছেন, তার নাম লিখুন।
  • তারপর, আপনি যেই রাজ্য থেকে ডিপ্লোমা কোর্স করেছেন, তার নাম নিচে সিলেক্ট করুন।
  • তার নিচে, আপনি যেই সালে ও মাসে ডিপ্লোমা ডিগ্রি সম্পূর্ণ করেছিলেন, সেটা সিলেক্ট করুন।
Vidyasaarathi Scholarship result upload
  • এরপর, আপনার ডিপ্লোমার ফলাফল যদি শতাংশে বা সিজিপিএ তে হয়, সেই মত সিলেক্ট করুন।
  • পরবর্তীতে, আপনার ডিপ্লোমার ফলাফল, পূর্ণমান ও শতাংশে ফলাফল লিখুন।
  • সর্বশেষে, ডিপ্লোমার মার্কশিট আপলোড করুন।
Graduation (গ্র্যাজুয়েশন)
Vidyasaarathi Scholarship filling graduation details
  • আপনার যদি গ্র্যাজুয়েশন কোর্স সম্পূর্ণ হয়, তাহলে একুইভাবে, যেই প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন করেছেন, তার নাম দিন।
  • তার নিচে, আপনি যেই রাজ্য থেকে গ্র্যাজুয়েশন কোর্স করেছেন, তার নাম নিচে সিলেক্ট করুন।
  • পরবর্তীতে, আপনি যেই সালে ও মাসে গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেছিলেন, সেটা সিলেক্ট করুন।
  • এরপর, আপনার গ্র্যাজুয়েশনের ফলাফল যদি শতাংশে বা সিজিপিএ তে হয়, সেই মত সিলেক্ট করুন।
  • তারপর, আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রীর ফলাফল, পূর্ণমান ও শতাংশে ফলাফল লিখুন।
  • এবং সর্ব নিচে, ডিপ্লোমার মার্কশিট আপলোড করুন।
Current Education Details (বর্তমান শিক্ষার বিবরণ)
Vidyasaarathi Scholarship current educational details
  • বর্তমান শিক্ষার বিবরণ অংশে আপনার বর্তমান পড়াশোনার তথ্য দিয়ে পূরণ করুন।
  • প্রথমে, আপনি কোন বর্ষে পড়াশোনা করছেন সিলেক্ট করুন।
  • তারপর, আগের পরীক্ষায় কত পেয়েছিলেন লিখুন। (প্রথম বর্ষের, প্রথম সেমিস্টারের পড়ুয়াদের কিছু লিখতে হবে না।)
  • এরপর, আপনার মার্কশিট আপলোড করুন।

বিদ্যাসারথী স্কলারশিপ পোর্টালের মাধ্যমে স্কলারশিপে আবেদন করুন

vidyasaarathi scholarship apply
  • স্কলারশিপ পোর্টালে আপনার সমস্ত তথ্য দাওয়ার পর, “Search & Apply Schemes” তে যান।
  • সেখানে, আপনার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন স্কলারশিপ প্রকল্প দেখাবে। যেকোনো স্কলারশিপে আবেদন করতে “Apply” তে ক্লিক করুন।
vidyasaarathi scholarship application
  • তারপর, একটা ফর্ম আসবে, তাতে আপনার কিছু মৌলিক তথ্য দিয়ে “Submit” তে ক্লিক করুন।
  • স্কলারশিপে আবেদন করার পর Dashboard অংশে আপনি স্কলারশিপের সমস্ত তথ্য দেখতে পাবেন।

এবার, স্কলারশিপে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হল। আশা করি, কিভাবে বিদ্যাসারথী স্কলারশিপে আবেদন করতে হবে, আপনি বুঝতে পারছেন।

অফিসিয়াল ওয়েবসাইট: vidyasaarathi.co.in

আরও পড়ুন:

বিদ্যা বিকাশ স্কলারশিপ

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (FAQs)

  1. সেমিস্টার এর পরীক্ষায় ফাস্ট ইয়ার এর মার্কশিট বলতে কোনটা আপলোড করব?

    সেমিস্টারের পরীক্ষা বছরে দুই বার হয়, তাই ফার্স্ট ইয়ারের জায়গায় প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট একসাথে আপলোড করতে হবে। এবং ফলাফলের জায়গায় প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের ফলাফলের গর দিতে হবে।

আমাদের ওয়েবসাইটে আসার জন্য ধন্যবাদ। আপনার যদি স্কলারশিপের বিষয়ে কোনোও প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *