(Apply Now) LIC Golden Jubilee Scholarship 2022-23: আবেদনের প্রক্রিয়া, যোগ্যতা ও বিস্তারিত তথ্য

আমাদের দেশে এমন অনেক মেধাবী পড়ুয়া আছে, যারা অর্থনৈতিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষার সুযোগ পায়না। তাই, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করতে Life Insurance Corporation of India (LIC) এর উদ্যোগে LIC GOLDEN JUBILEE SCHOLARSHIP 2022-23 এর আয়োজন করা হয়েছে। যার মাধ্যমে, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বছরে ২০ হাজার টাকা প্রযন্ত স্কলারশিপ দাওয়া হবে। তাই আপনি যদি এই স্কলারশিপে আবেদন করতে চান, তাহলে আমাদের ওয়েবসাইটে LIC Golden Jubilee Scholarship এ আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, আবেদনের সময়সীমা সহ বিস্তারিত তথ্য জানুন।

LIC Golden Jubilee Scholarship এর বিস্তারিত তথ্য

আর্থিক সমস্যাগ্রস্ত পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করতে LIC কোম্পানির উদ্যোগে LIC Golden Jubilee Scholarship 2022-23 এর উদ্যোগ নেওয়া হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, ডিপ্লোমা, ITI সহ অন্যান্য কোর্সে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য করা হবে। তাই, এই স্কলারশিপে আবেদন করতে নিচে দাওয়া সমস্ত তথ্য জেনে নিন।

LIC Golden Jubilee Scholarship এ আবেদনের যোগ্যতা | Eligibility

  • ২০২১-১২ শিক্ষাবর্ষে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত ৬০% নম্বর পেতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার থেকে কম হতে হবে।
  • যদি পরিবারে শুধুমাত্র পড়ুয়ার মা (বিধবা/একক মা) উপার্জন করে, তাহলে বার্ষিক আয় ৪ লক্ষ্য টাকার থেকে কম হতে হবে।
  • পরিবারে একের বেশি পড়ুয়াকে এই স্কলারশিপ দাওয়া হবে না।

LIC Golden Jubilee Scholarship এ কত টাকা পাবেন?

এই স্কলারশিপের মাধ্যমে, নিয়মিত পড়ুয়াদের পড়াশোনার জন্য তিনটি কিস্তির মাধ্যমে, মোট বছরে ২০ হাজার টাকা স্কলারশিপ দাওয়া হবে। এর পাশাপাশি, বিশেষ মহিলা শিক্ষার্থীদের পড়াশোনার জন্য তিনটি কিস্তিতে, বছরে মোট ১০ হাজার টাকা স্কলারশিপ দাওয়া।

এবং, একবছর স্কলারশিপ পাওয়ার পর, পরবর্তী বছরের পড়াশোনার জন্য স্কলারশিপ রিনিউ করা যাবে। স্কলারশিপ রিনিউ-এর বিষয়ে জানতে নিচে বিস্তারিত দাওয়া আছে।

Golden Jubilee Scholarship এর আবেদন প্রক্রিয়া | Application Process

LIC Golden Jubilee Scholarship এ সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আবেদন হয়। এই স্কলারশিপে আবেদনের জন্য নিচে দাওয়া প্রতিটি ধাপ অনুসরন।

  • প্রথমে LIC অফিসিয়াল ওয়েবসাইট যান। বা, সরাসরি https://licindia.in তে যান।
  • তারপর, নিচে “Golden Jubilee Foundation” তে ক্লিক করুন। বা, সরাসরি https://licindia.in/Golden-Jubilee-Foundation তে যান।
  • পরবর্তীতে, CLICK HERE TO APPLY FOR LIC GOLDEN JUBILEE SCHOLARSHIPS 2022 তে ক্লিক করুন।
  • এর পর একটি অনলাইন আবেদন পত্র (Application Form) আসবে।
  • সেখানে আপনার নিজস্ব তথ্য দিয়ে আবেদন পত্রটি ভর্তি করুন।
  • এবং অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণ ফিলআপ করার পর, নিচে Submit তে ক্লিক করুন।
  • আবেদন পত্র submit করার পর আপনার কাছে ইমেল আসবে। যাতে আপনার ফর্মের সম্পূর্ণ তথ্য দাওয়া থাকবে।

তবে মনে রাখবেন, LIC Golden Jubilee Scholarship 2022-23 এ আবেদনের সময়সীমা ১৮ ই ডিসেম্বর ২০২২।

Colgate Scholarship 2022-23

Golden Jubilee Scholarship এর নির্বাচন প্রক্রিয়া | Selection Process

Golden Jubilee Scholarship এর জন্য, ২০ জন নিয়মিত পড়ুয়া ও ১০ জন বিশেষ মহিলা শিক্ষার্থীদের নির্বাচন করা হবে।

প্রথমে, পরীক্ষার ফলাফল ও আর্থিক পরিস্থিতির ভিত্তিতে আবেদনকারী পড়ুয়াদের বাছাই করা হবে। তারপর, বাছাই করা পড়ুয়াদের নথি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে, কোনোও শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল সমান হলে আর্থিক পরিস্থিতির ভিত্তিতে স্কলারশিপ দাওয়া হবে।

স্কলারশিপ পুনরাবেদন | Scholarship Renewal

Golden Jubilee Scholarship রিনিউ-এর জন্য জরুরি যোগ্যতা নিচে দাওয়া হল।

  • স্কলারশিপ উপুভক্তার গ্র্যাজুয়েশনের পরীক্ষায় কমপক্ষে ৫০% ও প্রধান বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর পেতে হবে।
  • স্কলারশিপ রিনিউ করার জন্য বিশেষ মহিলা পড়ুয়াদের একাদশ শ্রেণীতে কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার থেকে কম হতে হবে।

গুরুত্বপূর্ণ বিষয় | Key Points

  • যদি স্কলারশিপে নির্বাচন হওয়ার পর শিক্ষার্থী কোর্স পরিবর্তন করে, এবং নতুন কোর্সের সময়সীমা আগের কোর্সের থেকে বেশি হয়, তাহলে, পুরনো কোর্সের সময়সীমা প্রযন্ত স্কলারশিপ দাওয়া হবে।
  • স্কলারশিপে নির্বাচন হওয়ার পর যদি শিক্ষার্থী কোর্স পরিবর্তন করে, এবং নতুন কোর্সের সময়সীমা আগের কোর্সের থেকে কম হয়, তাহলে, নতুন কোর্সের সময়সীমা প্রযন্ত স্কলারশিপ দাওয়া হবে।
  • এই স্কলারশিপ শুধুমাত্র নিয়মিত পড়ুয়াদের দাওয়া হবে। অর্থাৎ, যারা খন্ডকালীন পড়াশোনা করছে, তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না।

Important Dates

Golden Jubilee Scholarship এ আবেদনের শেষ তারিখ ১৮ ই ডিসেম্বর ২০২২।

PARAMPARIK SCHOLARSHIP 2022-23

Important links

Golden Jubilee Scholarship Official Website: https://licindia.in

Scholarship Application: https://licindia.in/Golden-Jubilee-Foundation

Contact Details

Life Insurance Corporation of India – Corporate Office- Yogakshema Building, Jeevan Bima Marg, P.O. Box No – 19953, Mumbai – 400 021 IRDAI Reg No- 512

SWAMI VIVEKANANDA SCHOLARSHIP 2022-23

স্কলারশিপের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | FAQs

  1. আমি কি পরবর্তী বছর পড়াশোনার জন্য LIC Golden Jubilee Scholarship রিনিউ (renew) করতে পারব?

    হ্যাঁ, এই স্কলারশিপ একবার পাওয়ার পর পরবর্তী বছরের পড়াশোনার জন্যে রিনিউ করা যায়।

  2. বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করলে Golden Jubilee Scholarship এ আবেদন করা যাবে?

    হ্যাঁ, সরকারি স্বীকৃতি পাওয়া যেকোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।

  3. আমি কি ২০২১ সালে উচ্চমাধ্যমিক পাশ করলে এই স্কলারশিপে আবেদন করতে পারব?

    না, শুধুমাত্র যেসকল পড়ুয়ারা ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে গ্র্যাজুয়েশন কোর্স, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল কোর্স, ডিপ্লোমা, ITI ইত্যাদি কোর্সে ভর্তি হয়েছে তারা Golden Jubilee Scholarship এ আবেদন করতে পারবে।

  4. LIC Golden Jubilee Scholarship এ আবেদনের লাস্ট ডেট কী?

    স্কলারশিপে আবেদনের শেষ তারিখ ১৮ ই ডিসেম্বর ২০২২।

  5. আমি কি পশ্চিমবঙ্গের বাইরে থেকে পড়াশোনা করলে এই স্কলারশিপ পেতে পারি?

    হ্যাঁ, সারা ভারতবর্ষের যেকোনো জায়গা থেকে পড়াশোনা করলে Golden Jubilee স্কলারশিপে আবেদন করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *