PM YASASVI Scholarship: ১ লক্ষ ২৫ হাজার টাকা পেয়ে যান এই সরকারি স্কলারশিপে আবেদন করে! কিভাবে আবেদন করবেন?

পিএম যএসএএসভিআই আই স্কলারশিপ, স্কলারশিপ আবেদন, যোগ্যতা লাস্ট ডেট (PM YASASVI Scholarship in Bengali, Scholarship Application, Eligibility, Last Date)

আজও আমাদের দেশে অনেক মানুষ আছে, যারা, পড়াশোনায় মেধাবী হওয়া সত্ত্বেও আর্থিক পরিস্তিতর কারণে শিক্ষা থেকে বঞ্চিত আছে। তাই, সেইসব পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিশেষ স্কলারশিপ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে। যা, “প্রধান মন্ত্রী ইয়ং আচিভার্স স্কলারশিপ অ্যাওয়ার্ড স্কীম ফর ভাইব্রেন্ট ইন্ডিয়া” (পিএম যএসএএসভিআই) স্কলারশিপ নামে পরিচিত।

পিএম যএসএএসভিআই স্কলারশিপের মাধ্যমে, ওবিসি, ইবিসি এবং ডিটিএন শ্রেণীর অন্তর্ভুক্ত পড়ুয়াদের পড়াশোনার জন্য সরকার ১ লক্ষ ২৫ হাজার টাকা প্রযন্ত স্কলারশিপ অর্থ দাওয়া হবে। যাতে, মেধাবী পড়ুয়ারা শিক্ষা অর্জন করে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই এই নিবন্ধটিতে, পিএম যএসএএসভিআই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাব।

pm yasasvi scholarship

পিএম যএসএএসভিআই বৃতি কী? (What is PM YASASVI Scholarship?)

“প্রধান মন্ত্রী ইয়ং আচিভার্স স্কলারশিপ অ্যাওয়ার্ড স্কীম ফর ভাইব্রেন্ট ইন্ডিয়া” (পিএম যএসএএসভিআই) স্কলারশিপ হল, পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ প্রকল্প। ওবিসি, ইবিসি এবং ডিটিএন শ্রেণীর অন্তর্ভুক্ত মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় এগিয়ে দাওয়াই হল এই স্কলারশিপের উদ্দেশ্য। যাতে, পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়াদের পড়াশোনায় অংশগ্রহণ বাড়ে এবং পড়ুয়াদের স্কুল ছাড়ার প্রবণতা কম হয়।

যোগ্যতার মানদণ্ড

  • পড়ুয়া অবশ্যই ওবিসি, ইবিসি বা ডিটিএন শ্রেণীর অন্তর্ভুক্ত হতে হবে।
  • পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার থেকে কম হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই নিদ্রিষ্ট বিদ্যালয় থেকে নবম শ্রেণী বা একাদশ শ্রেণীতে পড়াশোনা করতে হবে। (বিদ্যালয়ের তালিকা https://yet.nta.ac.in তে দাওয়া আছে।)

স্কলারশিপ সুবিধা

প্রধান মন্ত্রী ইয়ং আচিভার্স স্কলারশিপ অ্যাওয়ার্ড স্কীম ফর ভাইব্রেন্ট ইন্ডিয়া বৃত্তির মাধ্যমে, নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের বছরে ৭৫ হাজার টাকা বৃত্তি দাওয়া হবে। এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১ লক্ষ ২৫ হাজার টাকা স্কলারশিপ অনুদান দাওয়া হবে। যা, পড়ুয়ারা পড়াশোনার জন্য ব্যাবহার করতে পারে।

আবেদন প্রক্রিয়া

  • প্রথমে https://yet.nta.ac.in ওয়েবসাইটে যান।
  • তারপর, “Register” তে ক্লিক করুন।
  • এরপর, আপনার স্ক্রীনে একটা ফর্ম আসবে, সেটা পূরণ করে সাবমিট করুন।

পিএম যএসএএসভিআই স্কলারশিপে আবেদনের লাস্ট ডেট বা সময়সীমা ১১ ই সেপটেম্বর ২০২২।

প্রয়োজনীয় নথি

  • আধার কার্ড
  • আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট
  • ইনকাম সার্টিফিকেট
  • কাস্ট সার্টিফিকেট

বৃত্তির জন্য নির্বাচন প্রক্রিয়া

পিএম যএসএএসভিআই স্কলারশিপের নির্বাচন এনটিএ দ্বারা পরিচালিত ঐইটি পরীক্ষার নম্বরের ভিত্তিতে হয়। এই বৃত্তির সুবিধা নেওয়ার জন্য আবেদনকারীকে প্রথমে ঐইটি পরীক্ষায় বসতে হয়। তারপর, পরীক্ষার নম্বরের ভিত্তিতে মোট ১৫ হাজার পড়ুয়াদের এই স্কলারশিপ দাওয়া হয়। যার মধ্যে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে, ২২৪ জন পশ্চিমবঙ্গের পড়ুয়াকে এই বৃত্তি দাওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু২৭.০৭.২০২২
আবেদনের লাস্ট ডেট১১.০৯.২০২২
সংশোধনের সময়সীমা১২.০৯.২০২২
থেকে ১৪.০৯.২০২২
অ্যাডমিট কার্ড প্রকাশ২১.০৯.২০২২
পরীক্ষার তারিখ২৫.০৯.২০২২
ফলাফল প্রকাশফলাফল প্রকাশ
হয়ে গেছে

গুরুত্বপূর্ণ লিঙ্ক

স্কলারশিপের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর (FAQs):

  1. পিএম যএসএএসভিআই বৃত্তিতে আবেদনের লাস্ট ডেট কবে?

    ২০২২-২৩ শিক্ষা বর্ষের জন্য পিএম যএসএএসভিআই বৃত্তিতে আবেদনের লাস্ট ডেট ১১ ই সেপটেম্বর ২০২২।

  2. য়ইটি (YET) পরীক্ষার মাধ্যম কী?

    কম্পিউটার মাধ্যমে য়ইটি (YET) পরীক্ষা হয়।

  3. পিএম যএসএএসভিআই বৃত্তিতে কত টাকা দাওয়া হয়?

    পিএম যএসএএসভিআই বৃত্তিতে নবম ও দশম শ্রেণীর পড়ুয়াদের ৭৫ হাজার টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ১ লক্ষ ২৫ হাজার টাকা বৃত্তি দাওয়া হয়।

আরও পড়ুন:

আসা করি এই নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। স্কলারশিপের বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর আপনি যদি স্কলারশিপের বিষয়ে আপডেট পেতে চান, তাহলে এই ওয়েবসাইটে নজর রাখবেন। আমাদের ওয়েবসাইটে আসার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *