এসসি/এসটি পড়ুয়াদের জন্য শিক্ষাশ্রী স্কলারশিপ, শিক্ষাশ্রী ফর্ম পিডিএফ ডাউনলোড, শিক্ষাশ্রী আবেদন (Sikshashree Scholarship for SC/ST, Sikshashree form PDF download, Sikshashree Application)
দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষাই একমাত্র পথ। কিন্তু কিহবে, যদি এক শ্রেণীর মানুষ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়ে? আজও পশ্চিমবঙ্গে অনেক পড়ুয়া আছে, যারা আর্থিক অভাবের কারণে মাধ্যমিকের আগেই স্কুল ছেড়ে দেয় এবং কাজের তাগিদে ঘুরে বেড়ায়। তাই, সেইসব পড়ুয়াদের সাধারণ শিক্ষা দাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাশ্রী স্কলারশিপ (Sikshashree Scholarship) এর উদ্যোগ নিয়েছে। যাতে, এসসি/এসটি পড়ুয়াদের পড়াশোনায় অনুপ্রাণিত করা যায় এবং শিক্ষার হার বেড়ে। এই নিবন্ধটিতে, শিক্ষাশ্রী স্কলারশিপের বিষয়ে আমরা আপনাকে বিস্তারিত জানাব। যাতে আপনিও এই স্কলারশিপের লাভ নিতে পারেন। চলুন শুরু করা যাক।

শিক্ষাশ্রী স্কলারশিপ কী? (What is Sikshashree Scholarship?)
পশ্চিমবঙ্গের এসসি এবং এসটি সম্প্রদায়ের পড়ুয়াদের পড়াশোনায় আর্থিক সাহায্য করার জন্য একটি সরকারি বৃত্তি প্রকল্প হল শিক্ষাশ্রী স্কলারশিপ। যা, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ (ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট) এর অন্তর্গত। এই বৃত্তিটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রাজ্যের এসসি/এসটি পড়ুয়াদের পড়াশোনায় আর্থিক সাহায্য করার উদ্দেশ্যে দাওয়া হয়। যাতে, এইসব পিছিয়ে পড়া শ্রেণীর পড়ুয়ারা অর্থাভাবে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়। নিচে, স্কলারশিপে আবেদন করার জন্য আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, লাস্ট ডেট সহ বিস্তারিত তথ্য দাওয়া আছে। সাথে, নিচে থেকে শিক্ষাশ্রী ফর্ম পিডিএফ ডাউনলোড করুন।
শিক্ষাশ্রী বৃত্তির যোগ্যতা
- পড়ুয়া অবশ্যই এসসি বা এসটি এর অন্তর্গত হতে হবে।
- পড়ুয়াকে পশ্চিমবঙ্গের মধ্যে কোনো সরকারি বিদ্যালয় বা সরকারি স্বীকৃতি পাওয়া বিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে।
- পারিবারিক বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার থেকে কম হতে হবে।
- আবেদনকারীকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেনীর মধ্যে পড়াশোনা করতে হবে।
- হোস্টেল বা ছাত্রাবাসে থাকা পড়ুয়ারা শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন করতে পারবে না।
- এর পাশাপাশি, পড়ুয়া আর কোনো বৃত্তি পেলে শিক্ষাশ্রী স্কলারশিপ পাবে না।
OBC পড়ুয়াদের জন্য PM YASHASVI বৃত্তি
শিক্ষাশ্রী বৃত্তির সুবিধা/বৃত্তির অনুদান
শ্রেণী | বৃত্তির অনুদান |
---|---|
পঞ্চম শ্রেণী | বছরে ৮০০ টাকা |
ষষ্ঠ শ্রেণী | বছরে ৮০০ টাকা |
সপ্তম শ্রেণী | বছরে ৮০০ টাকা |
অষ্টম শ্রেণী | বছরে ৮০০ টাকা |
আবেদন প্রক্রিয়া
শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য আবেদন শুধুমাত্র অফলাইনে হয়। স্কলারশিপে আবেদন করার জন্য নিচে দাওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।
- প্রথমে নিচে থেকে শিক্ষাশ্রী ফর্ম ডাউনলোড করুন।
- তারপর, সেটা প্রিন্ট করে ফিলআপ করুন।
- এরপর, আবেদন পত্রে বিদ্যালয়ের অধ্যক্ষের স্বাক্ষর ও স্ট্যাম্প দিতে হবে।
- তারপর, আবেদন পত্রে পঞ্চায়েত প্রধান/বিডিও অফিসার বা কাউন্সিলারের সাক্ষর ও স্ট্যাম্প দিতে হবে।
- এবং সর্বশেষে, আবেদন পত্রটি নিচে তালিকায় দাওয়া নথির সাথে বিদ্যালয়ে জমা দিন।
প্রয়োজনীয় নথি
- কাস্ট সার্টিফিকেট
- ইনকাম সার্টিফিকেট
- আধার কার্ড
- ব্যাংকের বই
- আগের পরীক্ষার মার্কশিট
শিক্ষাশ্রী বৃত্তির ফর্ম ( Sikshashree Scholarship Application Form)
শিক্ষাশ্রী ফর্ম PDF (বাংলা) | Download |
শিক্ষাশ্রী ফর্ম PDF (ইংরেজী) | Download |
আবেদনের জন্য সময়সীমা
শিক্ষাশ্রী স্কলারশিপ আবেদন জমা দাওয়ার ব্যাপারে জানতে আপনার বিদ্যালয়ের সাথে যোগাযোগ করুন।
রেনেওয়াল স্কলারশিপ (Renewal Scholarship)
- এক বছর শিক্ষাশ্রী বৃত্তি পাওয়ার পর, পরবর্তী বছরের পড়াশোনার জন্য স্কলারশিপ রিনিউ করা যাবে।
- তবে, একই শ্রেণীতে একবারের বেশি পড়াশোনা করলে বা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ না হলে বৃত্তির অনুদান দাওয়া হবে না।
- এবং স্কলারশিপের জন্য বিদ্যালয়ে যথেষ্ট উপস্থিতি থাকতে হবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
- অফিসিয়াল ওয়েবসাইট – https://adibasikalyan.gov.in/html/sikshashree.php
বৃত্তির বিষয়ে কিছু প্রশ্ন-উত্তর (FAQs):
-
আমি কি শিক্ষাশ্রী বৃত্তিতে অনলাইনে আবেদন করতে পারি?
না, শিক্ষাশ্রী বৃত্তির আবেদন শুধু মাত্র অফলাইনে হয়। অনলাইনে এর আবেদন হয় না।
-
শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কে যোগ্য?
শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদনের জন্য শুধুমাত্র এসসি এবং এসটি ছাত্রছাত্রীরাই যোগ্য।
-
হোস্টেলে থেকে পড়াশোনা করলে শিক্ষাশ্রী স্কলারশিপে আবেদন করা যাবে?
না, হোস্টেলে থেকে পড়াশোনা করলে শিক্ষাশ্রী স্কলারশিপ পাওয়া যাবে না। শুধুমাত্র যারা বাড়িতে থেকে পড়াশোনা করছে, তারাই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
-
শিক্ষাশ্রী স্কলারশিপে কত পরিমাণ অর্থ দাওয়া হবে?
শিক্ষাশ্রী স্কলারশিপের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী প্রযন্ত এসসি/এসটি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা দাওয়া হবে।
আরও পড়ুন:
আসা করছি এই নিবন্ধটি আপনার ভালো লাগছে। আপনার যদি স্কলারশিপের বিষয়ে কিছু প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর স্কলারশিপের বিষয়ে খবর জানতে এই ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন। আমাদের ওয়েবসাইটে আসার জন্য ধন্যবাদ।