SVMCM Scholarship: অ্যাপ্লিকেন্ট আইডি খুঁজে বের করার তিনটি উপায়

এসভিএমসিএম বৃত্তির অ্যাপ্লিকেন্ট আইডি খুঁজে বের করার উপায়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইট (Methods to find Applicant ID of SVMCM Scholarship, Swami Vivekananda Scholarship official website)

আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেন্ট আইডি ভুলে গেছেন? সবসময় সমস্ত আইডি বা পাসওয়ার্ড মনে রাখা সম্ভব নয়। তাই, আপনি যদি স্কলারশিপের অ্যাপ্লিকেন্ট আইডি ভুলে যান, এটা খুব সাধারন ব্যাপার। এই নিবন্ধে, আমি আপনাকে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি খুঁজে বের করার তিনটি উপায় বলব। চলুন শুরু করা যাক।

স্কলারশিপের অ্যাপ্লিকেন্ট আইডি খুঁজে বের করার উপায়

মেসেজের সাহায্যে

swami vivekananda scholarship registration confirmation message
মেসেজের সাহায্যে অ্যাপ্লিকেন্ট আইডি জানুন

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নতিভুক্ত করার পর ফোন মেসেজ আসে। তাই, আপনি সেই মেসেজ থেকে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি জানতে পারেন। মেসেজ থেকে অ্যাপ্লিকেন্ট আইডি জানতে, স্কলারশিপে নতিভুক্ত নম্বরের ফোনে মেসেজ অ্যাপে গিয়ে খুঁজুন। বা, সরাসরি “AX-SVMCMS” সার্চ করুন।

ই-মেইলের সাহায্যে

svmcm registration confirmation email
ই-মেইলের সাহায্যে অ্যাপ্লিকেন্ট আইডি খুঁজে বের করার উপায়

অনকে সময় কাছে স্কলারশিপের সাথে নথিভুক্ত সিম থেকে না। তাই, আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে নথিভুক্ত মেইল থেকেও অ্যাপ্লিকেন্ট আইডি খুঁজে বের করতে পারেন। তাই, সর্ব প্রথম স্কলারশিপের সাথে নথিভুক্ত ইমেইলে যান। তারপর “Swami Vivekananda Merit cum Means” সার্চ করুন। এতে, আপনি আপনার অ্যাপ্লিকেন্ট আইডি পেয়ে যাবেন।

এসভিএমসিএম স্কলারশিপ ওয়েবসাইটের সাহায্যে

SVMCM SCHOLARSHIP WEBSITE
এসভিএমসিএম স্কলারশিপ ওয়েবসাইট (svmcm.wbhed.gov.in)
  • প্রথমে svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে যান।
  • তারপর, “Applicant Login” তে ক্লিক করুন।
Swami Vivekananda Scholarship login
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লগইন
  • এরপর একটা লগইন ফর্ম আসবে। তাতে, নীল রঙে লেখা “Forgot Applicant id/Password?” তে ক্লিক করুন।
swami vivekananda scholarship forgot applicant id
  • তারপর, একটা নতুন পেজ খুলবে। সেখানে, “Select What is to Retrieve” এর নিচে “Applicant Id” সিলেক্ট করুন।
svmcm scholarship recover applicant id
  • এরপর, আর একটি ফর্ম আসবে। তাতে, “Applicant Type” এর নিচে আপনার স্কলারশিপ আবেদনের ধারণ সিলেক্ট করুন।
    • Fresh Applicant – যারা নতুন আবেদন করেছে।
    • Kanyashree Applicant – যারা কন্যাশ্রীর জন্য আবেদন করেছে।
    • Renewal Applicant – যারা স্কলারশিপে পুনোরাবেদন করছে।
    • M.Phil/NON-NET/NET-LS Research Fellow – যারা এম ফিল, নেট বা গবেষণা মূলক পড়াশোনার জন্য স্কলারশিপে আবেদন করেছে।
  • তারপর, স্কলারশিপে নথিভুক্ত ফোন নম্বর ও ক্যাপচা পূরণ করুন।
svmcm scholarship applicant id
  • এরপর আপনার ফোনে একটা ওটিপি আসবে। সেটা দাওয়ার পর আপনার সামনে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি দেখাবে।

অফিসিয়াল ওয়েবসাইটhttps://svmcm.wbhed.gov.in/

আরও পড়ুন:

এই ভাবেই আপনি আপনার অ্যাপ্লিকেন্ট আইডি জানতে পারবেন। আশা করি এই নিবন্ধটি আপনাদের ভালো লেগেছে। স্কলারশিপের বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। আর স্কলারশিপের বিষয়ে আপডেট পেতে এই ওয়েবসাইটে নজর রাখুন। বেঙ্গল স্কলারশিপে আসার জন্য ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *